টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দায়ের করা পৃথক দুটি মামালায় তিন মাসের সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ দুইজনেক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বেতুয়া গ্রাম থেকে স্কুলশিক্ষক মোশারফ হোসেন (৪০) এবং উপজেলার কালিদাস গ্রাম থেকে আমজাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। মোশারফ হোসেন উপজেলার বেতুয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। আমজাদ আলী উপজেলার কালিদাস গ্রামের আহাদ আলীর ছেলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনম ঝিল্লুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান মিয়া বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। এ নিয়ে স্কুলের সভাপতির সাথে পরামর্শ করে একটি মিটিং করা হবে।
সখীপুর থানার (এস.আই) মো. মনিরুজ্জামান বলেন, স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্কুলশিক্ষক।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ