নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনারুল ফকির (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মিনারুল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামের রাঙ্গা মিয়া ফকিরের ছেলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে আটলিয়ার নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মেলজার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে কৃষক মিনারুলের বাড়ির ঘর নির্মাণে কাঠমিস্ত্রীরা কাজ করছিলেন। মিনারুল মিস্ত্রীদের কাজে সসহযোগিতা করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/এএ