ঝিনাইদহে পানিতে ডুবে আব্দুর রহমান নামে দুই বৎসর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সদরের পৌরসভাধীন উপজেলার বড়-কামারকুন্ডু গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরের দিকে শিশু আব্দুর রহমান বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে বাড়ির পাশের ডোবায় শিশুটির মৃতদেহ ভাসতে দেখে পান স্বজনরা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ছোয়া ইসরাইল জানান, আমরা ধারণা করছি শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
বিডি প্রতিদিন/এএ