মাদারীপুর সদর উপজেলার চর দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতার হওয়া একজনের পেটের ভিতর থেকে দুই হাজার চারশ' পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সদর চরদক্ষিণপাড়া গ্রামের জহির হোসেনের ছেলে মো. বিল্পব হোসেন (৪০), রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. বায়েজীদ (২৮)।
র্যাব-৮ মাদারীপুর (সিপিসি-৩) ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদদে ইয়াবার ব্যবসার কথা স্বীকার করে।আসামিদেরকে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভিতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরি চিকিৎসা সেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভিতর হতে দুই হাজার চারশ' পনেরো পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল