আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে নাটোর জেলা বিএনপি।
বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশের বেষ্টনীতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই