২ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:০৫

লক্ষ্মীপুরে স্থাপিত অর্ধশতাধিক সিসি ক্যামেরা এখন বিকল

সুফল পাচ্ছে না শহরবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্থাপিত অর্ধশতাধিক সিসি ক্যামেরা এখন বিকল

লক্ষ্মীপুর পৌর শহরে অপরাধ রুখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)। এর উপকারও পেয়েছিল শহরবাসী। সিসি ক্যামেরা থাকায় অপরাধ যেমন কমে এসেছিল, তেমনি ধরা পড়ছিল অপরাধীরাও। তবে রক্ষণাবেক্ষণ আর তদারকির অভাবে এখন অকেজো হয়ে পড়েছে সিসি ক্যামেরাগুলো।

এই সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধী চক্র। শহরে গত কয়েক মাসে বেশ কয়েকটি অপরাধ সংঘটিত হয়েছে। ক্যামেরাগুলো বিকল থাকায় অপরাধীদের শনাক্ত করতে যেমন বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তেমনি সিসি ক্যামরার সুফল পাচ্ছে না স্থানীয় জনগণ।

জানা যায়, লক্ষ্মীপুর শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ২০১৬ সালে পুলিশের পক্ষ থেকে শহরের ঝুমুর সিনেমাহল এলাকা থেকে শুরু করে দক্ষিণ তেমুহনী, আদর্শ সামাদ মোড়, চকবাজার ও বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছিল অর্ধশত সিসি ক্যামরা। তখন পুলিশের এই উদ্যোগ প্রশংসিত হলেও এখন তা অকার্যকর হয়ে আছে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, সিসি ক্যামেরাগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকি না করায় অচল হয়েছে। এতে করে বাসাবাড়ি, দোকানে ও সড়কে মোটরসাইকেল চুরি হলেও অপরাধীদের শনাক্ত করা যাচ্ছে না। জেলা পুলিশের সাথে সমন্বয় করে শহরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামরা স্থাপনের প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, সিসি ক্যামেরা চালু থাকলে অপরাধী শনাক্ত করা ও অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়। জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে প্রায় ২০০টি সিসি ক্যামরা স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর