মোংলা বন্দর কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে। সোমবার সকাল থেকে মোংলা বন্দরের ১নং জেটি সংলগ্ন নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
মোংলা বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশফাকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব জমিতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দখলদাররা। বেদখল হওয়া নিজস্ব জায়গার দখল করতে মোংলা বন্দর কর্তৃপক্ষ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে মোংলা বন্দরের ১নং জেটি সংলগ্ন নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠার ও বাড়িঘর ভেঙে দিয়ে ১নং জেটি সংলগ্ন নদীর পাড় এলাকায় অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/হিমেল