গাজীপুরে নাস্তা করতে গিয়ে রেস্টুরেন্ট মালিকের হামলায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল (৭০)। তিনি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাসুম রানা মন্ডলসহ কয়েকজনকে নিয়ে মঙ্গলবার সকালে শহরের রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলেন। উচ্চস্বরে মোবাইলে কথা বলার সময় হোটেলের মালিক মো. সেলিমের সঙ্গে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোটেল মালিক ক্ষিপ্ত হয়ে কাঁচের বোতল দিয়ে চেয়ারম্যানের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তাকে রক্ষা করতে গেলে হোটেল মালিক ও কর্মচারিরা মিলে চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকদেরও মারধর করে আহত করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান দুলালকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যানের ভাতিজা মো. নাজমুল সিকদার বাদি হয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ঘটনার পর মালিক ও কর্মচারিরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএ