বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার বান্দরবানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মিনি ম্যারাথন ও বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বুধবার ভোর ৫টায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ১১ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতা শহরের রাজার মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ প্রতিযোগিতায় ৫৪ জন প্রতিযোগী অংশ নেয়।
পরে সকাল ৯টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালি সম্প্রদায়ের নারী পুরুষ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. দীপক কুমার সাহাসহ পর্যটন ব্যবসায়ীবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ দিবস উপলক্ষে সন্ধ্যায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কুকিং শো ও খাদ্যোৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় হোটেল-মোটেল-রিসোর্টগুলোতে ৫০ শতাংশেরও বেশি অগ্রিম রুম বুকিং হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধের পর আবার পর্যটকদের ভালো সাড়া পাওয়ায় খুশি হোটেল-মোটেল-রিসোর্টের মালিকগণ।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান সদর জোনের ওসি জাহাঙ্গীর আলম জানান, টানা ৩ দিনের ছুটিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও সাদা পোশাকে সজাগ থাকবে।
বিডি প্রতিদিন/এএ