মানিকগঞ্জে ৯ লাখ টাকার মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার দিবাগত রাতে শহরের বান্দুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের পশ্চিম সেওতা এলাকার মো. হযরত আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩৪), বেথিলা চরের মৃত রুহুল আমীনের ছেলে মো. কামরুল হাসান (৪২) ও পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত আকবর খানের ছেলে মো. নাছির উদ্দিন (৫০)।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই