গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকা থেকে সোমবার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন- নাটোর জেলার গুরুদাসপুর থানার শাহাপুর গ্রামের মৃত খালেক সরদারের ছেলে মজনু সরদার (৩৮)। নিহত যুবক উপজেলার কলাবাধা এলাকার এবাদতের বাসায় ভাড়া থেকে দিনমজুরি করে সংসার চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মজনু সরদার রবিবার রাতে তার স্ত্রীসহ রুমের ভিতরই ঘুমিয়ে পড়েন। পরে সোমবার ভোরে নিহত যুবকের স্ত্রী জোহরা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান মজনু সরদার ঘরের দরজার গ্রীলের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ওসি শহিদুল ইসলাম জানান, কলাবাধা গ্রাম থেকে উদ্ধার করা নিহত যুবকের লাশটি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএম