ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরছেন ৬ বাংলাদেশি জেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করে সব আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
দেশে ফেরা জেলারা হলেন-মো. বেল্লাল মাঝি, জাহাঙ্গীর হোসেন, এমদাদুল হক, মো. শাহিন, আ. হক ও পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী গ্রামের মো. ইমরান।
জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভারতের জলসীমা অতিক্রম করেন তারা। অবৈধভাবে ভারতের জলসীমায় প্রবেশ করার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়।
২০২০ সালের ৮ জানুয়ারি বনবিভাগ তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করে। ভারতের একটি আদালত ৬ জেলেকে জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ৩ বছরের সাজা দেয়। ৩ বছর ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাড়ইপুর কারাগারে সাজা ভোগের পর আইনি জটিলতায় তাদের মুক্তি প্রক্রিয়া বিলম্ব হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ৩ বছর কারাভোগের পর মঙ্গলবার গভীর রাতে তারা বরগুনার পাথরঘাটায় পরিবারের কাছে ফিরে এসেছেন।
বিডি প্রতিদিন/এমআই