শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঘেরভিটা মাদরাসায় পড়ুয়া ছাত্রীকে এক জুয়াড়ি কর্তৃক অপহরণের অভিযোগ উঠেছে। ওই জুয়াড়ির নাম মুন্তাজ আলী (৪০)। এ নিয়ে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিবেশী মুন্তাজ আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে মাদরাসায় যাতায়াত করত। এই সুযোগে ওই কিশোরীকে প্রায়ই প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত মুন্তাজ আলী। এ নিয়ে মুন্তাজ আলীর পরিবারের লোকজন ও এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেওয়ায় মুন্তাজ আলী ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পথে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে থেকে পরিবার মেয়েটির সন্ধান পাচ্ছে না। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ জনের নাম ও অজ্ঞাত আরও ২/৩ জনকে বিবাদী করে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মন্তাজের পরিবার ও এলাকাবাসীরা জানিয়েছে, মুন্তাজ খারাপ চরিত্রের।মেয়েটির পরিবার গরীব বলে এমন কান্ড করেই যাচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম বলেছেন, রাতেই মেয়েটির বাবা আমার কাছে এসে তার মেয়েকে উদ্ধারের জন্য সহযোগিতা চেয়েছেন। বিষয়টি মুঠোফোনে ঝিনাইগাতী থানায় অবহিত করেছি। ওসি (তদন্ত) আবুল কাশেম বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত ও অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ