ইন্টার্ন ভাতা দাবিতে দিনাজপুরে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করার পাশাপাশি মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা।
বুধবার সকাল ১০টা থেকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মবিরতি পালন করেন তারা।
প্রবল বৃষ্টি উপক্ষো করে তারা প্লেকার্ড হাতে তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এতে নেয় অংশ নেন প্রায় শতাধিক ইন্টার্ন নার্স ও ও মিডওয়াইফরা।
ডিপ্লোমা ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক এনামুল হক , যুগ্ম আহবায়ক তাহরিমা আক্তার জিমী, সদস্য সচিব সঞ্চয় বাসকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ