আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু ট্যানেল, এক্সপ্রেসওয়ে, কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থার মতো মেগা প্রকল্প হয়নি, ঈর্ষণীয় উন্নয়নের মাধ্যমে সারাদেশের দৃশ্যপটে পরিবর্তন ঘটেছে। শুধু তাই নয়, বিনামূল্যে বই, মিড ডে মিল, নারীদের বিনামূল্যে শিক্ষা, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ শেখ হাসিনার নানামুখী উদ্যোগে ফলে দেশের শিক্ষা ব্যবস্থায়ও আমূল পরিবর্তন ঘটেছে।
আজ বুধবার মেলান্দহ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহ ও ভূমিহীনদের বিনামূল্যে যে পরিমাণ জমিসহ ঘর তৈরি করে দিয়েছেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রও তা করে দেখাতে পারেনি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশে উন্নয়নের যে ইতিহাস তৈরি হয়েছে, ভবিষ্যতে শেখ হাসিনার উন্নয়নের কীর্তিগাঁথা পাঠ্যপুস্তকে ঠাঁই পাবে।
মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জি এস এম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত