ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের পল্লব ঘোষ (৩০) নামের এক বাসচালক ফরিদপুরের মধুখালী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে। তিনি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ৬২৯ নম্বর কার্ডধারী সদস্য।
মধুখালীর বাজারের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসছিল পূর্বাশা পরিবহন। একপর্যায়ে ফরিদপুর উপজেলার মধুখালী বাজারের বালিয়াকান্দি উপজেলাতে প্রবেশ আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশের একটি গাছের সাথে আঘাত লাগে বাসের। এতে ঘটনাস্থলেই বাসচালকের মৃত্যু হয়।
নিহতের ভাই প্রবীর ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই