বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দোলন বর্মন (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত দোলন শেরপুর পৌরসভাস্থ উত্তর সাহাপাড়া এলাকার মৃত সুনীল বর্মনের ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আ. ওয়াদুদ জানান, রবিবার রাত ৯টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত পরিচয়ের দ্রুতগতির একটি ট্রাক দোলনকে চাপা দেয়। একপর্যায়ে ঘাতক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম