পদ্মা সেতু, রেল লাইন, ট্রেন সবই প্রস্তুত আছে। এখন সিডিউল করে চলাচল শুরু করলেই কুষ্টিয়া অঞ্চলের মানুষ অল্প সময়ে সরাসরি ঢাকা যেতে পারবেন। এতে ২ ঘণ্টা সময় কম লাগবে, খরচ কমে আসবে প্রায় ২০০ টাকা, কমবে ভোগান্তি। এ কারণেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার খবরে আনন্দিত কুষ্টিয়ার মানুষ। এ পথে ঢাকা যাওয়ার অপেক্ষায় তারা। বলছেন, এতে সূচনা হবে নতুন দিগন্তের।
কুষ্টিয়ায় মানুষকে রেলপথে ঢাকা যেতে হলে শহর থেকে ১২ কিলোমিটার দূরের পোড়াদহ জংশনে যেতে হয়। সেখান থেকে হার্ডিঞ্জ ব্রিজ পেরিয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পেরিয়ে ট্রেনে ঢাকা যেতে পাড়ি দিতে প্রায় ২শ ২০ কিলোমিটার। সময় লেগে যায় ৬-৭ ঘণ্টা। এ পথে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামে দুটি ট্রেন খুলনা থেকে ঢাকা চলাচল করে।
কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ দুটি ট্রেন পোড়াদহ থেকে কুষ্টিয়া শহর, ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে ঢাকায় যাওয়া সম্ভব। এছাড়াও রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করে মধুমতি এক্সপ্রেস। এই ট্রেনটিও সরাসরি পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা নিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন থেকে রেলপথে ঢাকার দূরত্ব হবে মাত্র দেড়শ কিলোমিটারের মতো। সময় লাগতে পারে ৪ ঘন্টা ১০ মিনিটের মতো।বুকিং ইনচার্জ সাইদুজ্জামান বলেন, ভাড়া হিসেব করলে ৪শ টাকার মতো লাগতে পারে। তিনি বলেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আগামী ১৭ তারিখ থেকে ঢাকা যেতে পারে- এমন আলোচনা শোনা যাচ্ছে। তবে সিডিউল বা টিকিট বরাদ্দের কোন অফিসিয়াল অর্ডার পাওয়া যায়নি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ছড়িয়ে পড়েছে অচিরেই কুষ্টিয়া থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ খবরে আনন্দিত কুষ্টিয়ার মানুষ।
কুষ্টিয়ার শহরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, এভাবে যেতে পারলে সকালে গিয়ে ঢাকায় জরুরি কাজ শেষে সন্ধ্যায় কুষ্টিয়া ফিরে আসা যাবে। যা এ অঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী হবে।
ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন, পদ্মা সেতু হয়ে ট্রেনে ঢাকা যাতায়াত শুরু হলে সময় ও খরচ দুটিই বাঁচবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে। খুলে যাবে নতুন দিগন্ত।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, সব রেডিই আছে। ট্রেন যেহেতু ভাঙ্গা পর্যন্ত চলাচল করছে। আমরা ইচ্ছা করলে ওখান থেকে ট্রেন বদলে ঢাকার ট্রেনে উঠতে পারবো। তিনি বলেন- ওই ট্রেনই পদ্মা পাড়ি দিয়ে ঢাকা নিয়ে গেলেই হলো। এতে মানুষের ভোগান্তি কমবে।
সোশ্যাল মিডিয়ায় কুষ্টিয়া-থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে প্রচার থাকলেও রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা বলছেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। রেলওয়ে (পশ্চিমাঞ্চল) রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কুষ্টিয়া হয়ে ট্রেন ঢাকা যাওয়ার বিষয়ে কোন সিডিউল বা আলোচনা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল