ঝিনাইদহে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে পৌরসভার খাজুরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল আরাপপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহীমের ছেলে রবিউল ইসলাম, তৈয়বুর রহমানের ছেলে রিফাত হায়দার, রফি উদ্দিনের ছেলে হাফিজুর রহমান, মৃত জহর আলীর ছেলে জাহিদ হোসেন, মৃত আব্দুল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিকী ও মৃত নজরুল ইসলামের ছেলে আলমঙ্গীর হোসেন।ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাজুরা এলাকায় জুয়া খেলা চলছে। সেসময় আমাদের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নগদ ৫৩০০টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন