১৭ অক্টোবর, ২০২৩ ২০:১৭

নোয়াখালীতে আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও দুপুরে নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, মরহুমের পুত্র গোলাম মহিউদ্দিন লাতু প্রমুখ।

এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইএস পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল। এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের পক্ষ থেকে তাঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর