ভোলায় ৪১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আরিফুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩ -২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে।
প্রত্যেক কৃষককে ১ বিঘার জমির জন্য ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এওপি সার, ভুট্টার বীজ ২ কেজি, ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকার কৃষির সমৃদ্ধির জন্য কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন