১ নভেম্বর, ২০২৩ ১৫:০৫

নেত্রকোনায় জাতীয় যুব দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় জাতীয় যুব দিবস পালিত

নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ যুবদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাকুয়া এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

এর আগে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর ঊড়িয়ে সিবসের সূচনা করেন। পরে "স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" স্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। 
এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এদিকে আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নেয়া শতাধিক যুবরা। পরে যুবদের মধ্যে নানা ধরনের প্রণোদনা চেক বিতরণ করা হয়।   

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর