১ নভেম্বর, ২০২৩ ২২:১৬

কুড়িগ্রামে জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা বিএনপির সহ-সভাপতিসহ
বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। পরে দুপুরের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার ভোররাতে নাশকতার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির ২ জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জন ও রৌমারীতে ২ জন সক্রিয় কর্মীসহ মোট মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির একাধিক নেতাকে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে জেলা বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।  আদালতের মাধ্যমে তাদের দুপুরের পর জেল হাজতে প্রেরণ করা হয় । 
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর