১২ নভেম্বর, ২০২৩ ১৭:০৯

উপকূল দিবস ঘোষণার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

উপকূল দিবস ঘোষণার দাবি

ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। ১০ নম্বর মহাবিপদ সংকেত বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে উপকূলের ১০ লক্ষাধিক নিরক্ষর মানুষের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে। ভেসে যায় গবাদি পশু, হাঁস-মুরগি আর ক্ষতিগ্রস্ত হয় মাঠ ফসল এবং অসংখ্য গাছপালা,পশু-পাখি। মুহূর্তেই পুরো উপকূল এ জনপদ পরিণত হয় জনশূন্য বিরাণ ভূমিতে। লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সত্তর পরবর্তী প্রজন্মের কাছে এটি ইতিহাস। ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজও আঁতকে ওঠে উপকূলের মানুষ।

ভয়াল এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া সম্মিলিত নাগরিক ঐক্য জোটের সভাপতি সৈয়দ রেজা প্রমুখ।
এ সময় কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর