জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের সদর উপজেলার পুরানাপৈলের পারবাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ওসি) হুমায়ুন কবির জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ