নওগাঁ শহরের কাঠালতলী এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কাঠালতলী এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে তারা মশাল মিছিল করেন। এ ঘটনার পর একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে পায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে দিকে নওগাঁ-বগুড়া সড়কের হাজীর মোড় এলাকায় মল্লিকা ইন হোটেলের সামনে থেকে মশাল মিছিল বের করে অবরোধ সমর্থকরা। মিছিলটি কাঠালতলী মোড় এলাকার নেসকো কার্যালয় পার হওয়ার পর পরই একটি ঢাকা থেকে আসা নওগাঁমুখী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা কাঠালতলী মোড় হয়ে নওগাঁ-মাদারমোল্লা সড়কের দিকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, দুর্বৃত্তরা একটি বাসের সামনে ও এক পাশের কয়েকটি কাচ ঢিল ছুড়ে ভাঙচুর করেছে। আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়।
বিডি প্রতিদিন/হিমেল