মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মাগুরার লাঙ্গলবাঁধ এলাকায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে আশা জেলা শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন ধলহরাচন্দ্র ইউনিয়নয় পরিষদ চেয়াম্যান ও শৈলকূপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আদিলউদ্দিন কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, ডাক্তার শাহ আলম, সমাজ সেবক ইসমাইল হোসেন, কৃষি ব্যাংক লাঙ্গলবাঁধ শাখা ব্যবস্থাপক আলী হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লাঙ্গলবাঁধ শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, আশা লাঙ্গলবাঁধ শাখার সিনিয়র ব্যবস্থাপক হাশিম রেজাসহ অন্যরা।
এলাকার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা নেন। এ সময় চিকিৎসক রোগীদের যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেন।
বিডি প্রতিদিন/এএ