বিএনপিসহ সমমনা সকল বিরোধী দলের ডাকা ১১তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এরই পরিপ্রেক্ষিতে শেরপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার কুয়াশা ভেজা সকালে জামালপুর-শেরপুর মহাসড়কে এই বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃতে মিছিলটি বের হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে ১১তম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এর মধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে।
বিডি প্রতিদিন/এমআই