জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের মধ্যে গণশুনানি হয়েছে। বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই গণশুনানির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর। সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা মাহফুজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম, সনাক সহ-সভাপতি শামীমা খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গণশুনানিতে হাসপাতালে বিভিন্ন সময় স্বাস্থ্য সেবা নিতে আসা সেবাগ্রহীতারা তাদের হয়রানি ও ভোগান্তির কথা তুলে ধরলে কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দেন।
এ সময় ভুক্তভোগী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, ইয়েস গ্রুপের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ