ময়মনসিংহ থেকে গভীর রাতে যাত্রী নিয়ে নেত্রকোনার মদনে ফেরার পথে সিএনজি অটোরিকশা উল্টে জয় হোসেন (২৫) নামের চালক নিহত হয়েছেন। খাদে পাশে পড়ে থাকলে বুধবার সকালে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত চালক জয় ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এই দুর্ঘটনায় তিন যাত্রী আহত হলেও নুরুল আমীন (৫৮) নামের এক যাত্রী ভোর রাতে নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন।
এদিকে আহত অন্যরা চালককে খুঁজে না পেয়ে পালিয়ে গেছে ভেবে নিজেরাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহত যাত্রী নূরুল আমীন জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে আসার পথে সিএনজি বারবার বন্ধ হচ্ছিল। পরে লাইট বন্ধ করে গাড়ি চালাতে শুরু করে। এক পর্যায়ে মদন-কেন্দুয়া সড়কের বাড়রী গ্রামে কাঞ্জার খালের পাশে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। চালক পালিয়ে গেছে ভেবে আমরা হাসপাতালে চিকিৎসা করতে চলে আসি। সকালে লোকজনের মুখে শুনেছি চালক মারা গেছে।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি কাঞ্জার খাল নামের স্থানে পড়ে চালক নিহত হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য নেত্রকানার মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম