নোয়াখালী সদর ওদারহাট বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে এবং মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পে গরিব অসহায় শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা প্রদান করা হবে।
আজ বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রোগীদের চিকিৎসা সেবার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে উদ্বোধনী সভায় আশার জেলা কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার কাজী কামাল হোসেন, ওদারহাট শাখার সিনিয়র শাখা ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, সহকারী ম্যানেজার ইউসুফ আলী, স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ সেন্টারের ইনচার্জ আলমগীর হোসাইন, ইউপি মেম্বার মধুদুর রহমান ও সমাজ সেবক আতিকুর রহমান পুলিশ উপস্থিত ছিলেন। বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প চলবে। এলাকার গরিব অসহায়দের জন্য এ ক্যাম্পের যাত্রা শুরু হয়েছে বলে জানান আশার জেলা কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার কাজী কামাল হোসেন।
বিডি প্রতিদিন/এএ