দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী প্রকৌশলী ডি এম মজিবুর রহমানের প্রচরণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে ডি এম মজিবুর রহমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান।
লিখিত অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডি এম মজিবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ তারিখ আমি সোনালী আঁশ প্রতীক পেয়েছি। গত ২২ ডিসেম্বর রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়নের একজন সাধারণ মানুষকে কাজী কেরামত আলী তার দলের দুইজন লোক পাঠিয়ে আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করেন। আমার সমর্থকদের সোনালী আঁশ প্রতীকে সমর্থন করতে নিষেধ করেন। যা নির্বাচন আচরণ বিধিমালার ১১ (ঙ) ধারার সুস্পষ্ট লংঘন। তাছাড়াও রাজবাড়ী জেলার পাচুরিয়া, দৌলতদিয়া ও উদয়পুর এলাকায় কাজী কেরামত আলীর সমর্থকেরা আমার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। আমার সমর্থকেরা ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবিত করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী। তিনি বলেন, ডি এম মজিবুর রহমান ভিত্তিহীন অভিযোগ করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এসব অভিযোগ তদন্ত করা হবে। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন