সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিকের পক্ষে কিছু সরকারি চাকরিজীবী প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।
রবিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের উপস্থিতিতে এই অভিযোগ করেন সদর আসনের বর্তমান সংসদ সদস্য মিসবাহ।
সভা থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি বলেছি নৌকার প্রার্থীর পক্ষে সুনামগঞ্জ ও সিলেটে অবস্থানরত কিছু সরকারি চাকরিজীবী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কমিশনের পক্ষ থেকে তাকে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দুএক দিনের ভিতরে অভিযুক্ত চাকরিজীবীদের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানাম তিনি।
বিডি প্রতিদিন/এএ