ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি রবিবার সকালে লক্ষ্মীপুর স্টেশন বাজার, টেপাখোলা, বেলতলাসহ একাধিক স্থানে তিনি প্রচারণা চালান।
দুপুরে নিলটুলী, আলীপুর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান। আগামী ৭ জানুয়ারির ভোটে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শামীম হকের নির্বাচনি প্রচারণায় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ