বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ভোট না করতে করতে বিএনপি এখন মুসলিম লীগে পরিণত হতে যাচ্ছে, এখন ওদেরকে কেউ জিজ্ঞেসও করে না। চারবার যদি একটা দল নির্বাচনে না আসে তা হলে নতুন প্রজন্ম তো ওই দলকে চিনবে না। দীর্ঘ সময় কোন দল ইলেকশনে না আসলে ওই দলের অস্তিত্ব থাকে না।
আজ রবিবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধোলীগৌর নগর ইউনিয়নের তালুকদার বাড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম রিপন, ধোলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ