বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নাটোর জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বুধবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত বিএনপি নেতারা বলেন, এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তা নাহলে কেউ ভোট কেন্দ্রে যাবে না। এ ছাড়াও এসময় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই