দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের সরকার দলীয় মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল বলেন, আমার বাবা প্রয়াত এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের আদর্শ নিয়ে মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। আমার বাবার মতো সৎ রাজনীতি ও আদর্শিক জায়গায় অবস্থান করায় এই এলাকার মানুষ পর পর চারবার ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছে। কোন অনিয়ম, চাঁদাবাজি দখলবাজি করলে এমনটা হতো না। আমাকে মানুষ ভালো না বাসলে ভোট দিতো না। একটি অনিয়মের সাথে জড়িত আছি এমন অভিযোগ প্রমাণ করতে পারলে ভোট চাইনা। এমপি পদ থেকে সরে দাঁড়াবো। একটি মহল ষড়যন্ত্র করছে। আপনার এ বিষয়ে সজাগ থাকুন।
আজ বুধবার দুপুরে টঙ্গীর বিভিন্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন। স্থানীয় ভোটাররা বলছেন, গাজীপুর-২ আসনের সরকার দলীয় মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল একজন সৎ মানুষ। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি দখলবাজির কোন অভিযোগ নেই।
বিডি প্রতিদিন/এএ