হত্যা, ডাকাতি, সিএনজিতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত আরব আলী (৩৬)। থানায় রয়েছে প্রায় এক ডজন মামলা। গত সেপ্টেম্বর মাসে ফেন্সিডিলসহ আটকের মাত্র ১৫ দিনে জেল থেকে ছাড়া পান তিনি। এবার মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাঁটিহাতা মোড় থেকে এক শত পিস ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। সে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরব আলী মোটরসাইকেলে পাচারের সময় তল্লাশি করে গোয়েন্দা শাখার সদস্যরা। তল্লাশিকালে আরব আলীর মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে আরব আলীকে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম