পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে শীতবস্ত্রসহ নানা সহায়তা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন। বুধবার সকাল ৯টায় সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ক্ষুদ্র নৃৃগোষ্ঠী ও বাঙালি পরিবারকে শীতবস্ত্র তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ।
এ ছাড়া আত্মকর্মসংস্থানের জন্য নারীদের তিনটি সেলাই মেশিন, দরিদ্র পরিবারকে ঘর মেরামত করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন তিনি। এসময় রাঙামাটি সেনা রিজিয়নের মেজর মো. মফিকুল ইসলাম, মেজর মো. তাজদিক বিন নজরুল ও জেনারেল স্টাফ অফিসার জিএসও মেজর মো. আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা রাক্ষার পাশাপাশি সেনাবাহিনী আত্মকর্মসংস্থান ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে আসছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সেনাবাহিনীর এ সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই