নির্বাচনী সহিংসতার আশংকায় ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড ও ওয়াজির আলী হাই স্কুল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার রাতে এ আদেশ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ করতে চেয়েছিল ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও পানি উন্নয়ন বোর্ড মাঠে নির্বাচনী সমাবেশ করতে চেয়েছিল নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি। গোয়েন্দা সূত্রে ওই দুটি স্থানে সহিংসতা ঘটবে বলে খবর পায় জেলা প্রশাসন। পরবর্তীতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন