চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। আগামীকাল রবিবার জেলার ৫১২টি কেন্দ্রে ভোট দেবেন তারা।
তবে নির্বাচনে ৫১২টি কেন্দ্রের মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ১৮৭টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
জেলা রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, জেলায় ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন, মহিলা ভোটার আছেন ৬ লাখ ৬৭ হাজার ৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন একজন ভোটার। সংসদীয় ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী।
বিডি প্রতিদিন/এমআই