নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে আশরাফুল আলম (১৮) নামের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্ত এলাকা রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল ধানের চারা নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে কৃষ্টপুর এলাকা থেকে বাড়িতে আসছিলেন। পথে সন্ন্যাসীপাড়া এলাকায় পৌঁছতেই ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় আশরাফুল গাড়ীর নীচে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম