ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পৈলানপুট্টি গ্রামের মৃত ওয়াজেদ শেখের ছেলে বাসু শেখ (৭০) ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের আব্দুল করিম শেখ (৬৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় পথচারী বাসু শেখ রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
অপরদিকে, গত শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস রাস্তায় একটি লেগুনাকে পিছন থেকে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঐ দুর্ঘটনায় লেগুনায় থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ৬ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করিম শেখ রবিবার ভোরে মারা যায়।
বিডি প্রতিদিন/এএ