বগুড়ায় চোরাই গরু পরিবহনের সন্দেহে মোটরসাইকেলযোগে ট্রাক ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান ওরফে মিম (২২)। শনিবার রাত ১০টায় বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক বন্দর এ দুর্ঘটনা নিহত মিম জেলা সদরের সাবগ্রাম-ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমানের ছেলে। গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন মিম।
বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুকুল হোসেন জানান, শনিবার রাতে সাবগ্রাম বন্দরের দিক থেকে শহরের মাটিডালির দিকে একটি গরুবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকে কিছু গরু চোরাই বলে সন্দেহ করে। সে হিসেবে মিম মোটরসাইকেল নিয়ে রাত ১০টার সময় ওই ট্রাককে ধাওয়া করে। মানিকচক এলাকায় এসে গরুবোঝাই ট্রাক থামিয়ে ট্রাকের কেবিনে উঠতে গিয়ে ছিটকে পড়ে গিয়ে মিম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত মিমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএম