বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক, শিক্ষাবিদ নূরুল হক ও রামপাল-মোংলায় মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহোটের রামপাল উপজেলার শ্রীফলতলা সামাজিক সংগঠন আমাদের গ্রাম কার্যালয় মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আমাদের গ্রাম পরিচালক রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন মাহমুদুল হকের সহধর্মিণী শিখা মাহমুদ, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম, নাহিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আমাদের গ্রাম সমন্বয়কারী শেখ সাদী প্রমুখ।
বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকসহ ৩ গুণীজনের স্মরণসভা ছাড়াও দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় রামপালের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল