ফেরি ডুবির ৫ দিনে আরো একটি ট্রাক উদ্ধার হয়েছে। আজ রবিবার বিকেলে উদ্ধারকারী জাহাজ হামজা নদী থেকে ট্রাকটি তুলে আনে। তবে ট্রাক উদ্ধার হলেও কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রাকটি উপরে উঠানোর সময় ট্রাকে থাকা ভুট্টা নদীতে পরে যায়। ট্রাক মালিক বলেন, নদীতে ভুট্টাসহ দুইটি ট্রাক নিমজ্জিত হয়েছে তার। আজ একটি উদ্ধার হলো। আরেকটি ট্রাক উদ্ধার হলেও অনেক টাকার ভুট্টা নষ্ট হয়ে গেছে।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরি উদ্ধারের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ফেরি ও নিখোঁজ ফেরির সহকারী চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান ফেরিডুবির প্রথম দিন দুইটি, পরের দিন একটি এবং আজ একটি যানবাহন উদ্ধার করা হলো। নিখোঁজ নয়টি যানবাহনের মধ্যে চারটি উদ্ধার হয়েছে। বাকিগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এস এম আসগর আলী বলেন, ডুবে যাওয়া ফেরিটি তোলার সক্ষমতা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আছে। খুব শিগগিরই ফেরিটি উদ্ধার হবে বলে আসা করছি।
উল্লেখ্য, গত বুধবার নয়টি পণ্যবাহী ট্রাকসহ রজনীগন্ধা ফেরিটি পদ্মায় ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম ও প্রত্যয় পাঁচদিনেও ফেরিটিকে উদ্ধার করতে না পারায় এদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ভুক্তভোগীদের।
বিডি প্রতিদিন/হিমেল