২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০১:৫৮

নেত্রকোনায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

দলীয় কোন্দলের জেরে ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় নেত্রকোনায় মানববন্ধন করেছে স্বজনসহ স্থানীয়রা। 

রবিবার দুপুরে শহরের কুড়পাড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ডাকা মানবন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবিতে স্বারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধরা।

মানবন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ১৪ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা সদর উপজেলার অনন্তপুর গ্রামে ওরস থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতা মশিউর রহমান বাপ্পীর দুই হাত ও পায়ের রগ কাটা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তার শ্বাসনালীও কেটে দেয়া হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।  অভিযোগ উঠেছে নিজ সংগঠনের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি আনজুল হক, সোহাগ, সুমনসহ চিহ্নিত আরো অন্তত ১৫-২০ জন এই ঘটনার সাথে জড়িত। আহত বাপ্পী ময়মনসিংহ মেডিকেল কলেজে গত ১১ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

মানববন্ধনে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম বলেন, হামলাকারীরা যে দলেরই হোক তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া প্রয়োজন। যেন এমন নৃশংস হামলার ঘটনা আর না ঘটে। 

আহত ছাত্রদল নেতা বাপ্পী (৩৩) আটপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আব্দুল মান্নান মনুর একমাত্র ছেলে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর