স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ কুড়িগ্রাম নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও চিকিৎসক সম্মিলন এবং নবনির্বাচিত কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের আলমাস কমিউনিটি মিলানায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের-স্বাচিপ সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান।
এ সময় স্বাচিপ সভাপতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা: নির্মলেন্দু রায় মানিকের সভাপতিত্বে ও স্বাচিপ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: জিএম আরিফের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাচিপ মহাসচিব জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো জাফর আলী,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দীন আহমেদ মঞ্জু, স্বাচিপ মহাসচিব ডাঃ সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ কাজল কুমার কর্মকার প্রমুখ।
এ অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়। এরপরই কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ এডভোকেট বিপ্লব হাসান পলাশকে স্বাচিপের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। শেষে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এএ