আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) রবিবার বিকেলে বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের ১৯৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন সোমবার বিকেলে এসব তথ্য জানান।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েমের বিভিন্ন বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তা ও টিম লিডারবৃন্দ। সভায় ১৯৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ