পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন ফরিদপুর জেলা প্রশাসন। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে ফল বাজার থেকে মনিটরিং এর কার্যক্রম শুরু করা হয়।
এসময় খেজুর, মাল্টা, আপেলসহ বিভিন্ন ধরনের ফলের দোকানে অভিযান পরিচালনা করে বাড়তি দাম না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে নিত্যপণ্যের বাজারগুলোতেও অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছ থেকে বেশী দাম না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শপিংমলগুলোতেও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক। ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, ট্রাফিক ইন্সপেক্টার তুহিন লস্করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল